ভূলোক দ্যুলোক হেরি
পসিলা কেমনে ভ্রমরী
মোর কুঞ্জ বনে |
মেলি নাই পুষ্প পাপড়ি
রহিবে কেমনে মাধুকরী
আকুল ব্যাকুল নয়নে |
ঐ পলাশের ডালে
শুষ্ক কুসুমেরা খেলে
দোলে রিক্ত যৌবন |
ঐ চাঁপাফুল গাছে
স্বপ্নেরা কুঁড়ি হয়ে আছে
দেখেনিত এ ভূবন |
বকুল যে হায়
কথা নাহি কয়
হয়েছে মান |
নিশি-গন্ধার ও বৃন্তে
ফোটেনি আশা দিবান্তে
ফুরিয়েছে জাফরান |
এমনি খালি কুঞ্জে ভ্রমরী
দিব কি তোমায় কুঞ্জপরী |
তবুও আসিলে হেথায় !
তোলো তবে মোর হৃদয় সুধায়
তব ক্ষুধার পাত্রখানি ভরি |