তুই সমাজসেবক হবি
লড়বি এবার ভোটে |
ভাগ্যে যে তোর রাজত্বচাবি
কেন তবে সুযোগ হারাবি ?
পান্তা ভাতে ইলিশ খাবি
গরম ভাতে খাসির মেটে !
বলতো তখন কেমন হবে
খাবি যখন শেষ পাতে
পানতুয়া চেটেপুটে |
জনগণ যে চাতক পাখি
যত পারে করুক ডাকাডাকি |
তুই কিন্তু ডুমুরফুল
ভুলটি করেও করবি না ভুল |
তবু যখন মানতে নারাজ
কিলোখানেক দিবি আনাজ |
তাতেই পাবি অনেক আশিস
তখন যেন সামলে থাকিস |
হৃদয়খানা পাষাণ যে তোর
খোলেনা যেন বিবেক দোর |
আবার যখন আসবে সময়
ভোটের গোনে করবি অভিনয় |
গল্পবুড়ির ঝুড়ি ভরি
আনবি অনেক ছলচাতুরী |
তাতেই হবে কেল্লাফতে
বিজয় রথ ছুটবে প্রাতে
বনফুলের বক্ষ কেটে |
তুই যে আবার নেতা হবি
জিতবি অনেক অনেক ভোটে !


আমার কথা না হয় যেন সত্যি আর
ভুলের খাতার ভুলগুলি সব ঝরুক এবার ,
সমাজ পাক আসল নেতা
ফুঁটুক হাজার স্বপ্নকুসুম
উঠুক ভরে বাগিচা জুড়ে খুশির জোয়ার ||