হে মানব জাতি ...
সততা তোমার লক্ষ্য হোক
একতা হোক তোমার শক্তি |
ভুলে যাও ভেদাভেদ যত ,
স্বার্থপরতার হোক চিরমুক্তি |
এগিয়ে চলো পায়ে পা মিলিয়ে ,
পথ ভোলা বন্ধুকে দাও পথ চিনিয়ে |
সাফ করো সমাজের অন্ধ নিয়মগুলি সব
তোলো নব জীবনের নব কলরব |
কি হলো তোমার ? কেনো ফেরালে মুখ ?
ধর্ম ! ভিন্ন জাতি ! তাই বুঝি বিমুখ |
ছিঁড়ে ফেলো এ বেড়াজাল আজি
দূর করো সভ্য সমাজের অসভ্য যত অসুখ |
আসবে তুফান জানি
ছেঁড়া পালে শক্ত হাতে টানতে হবে দাঁড়
দায়িত্ব বড় যে তোমার ,
ভেড়াতে হবে তরী আবার কূলেতে আনি |
কে বলে অসম্ভব !
ভেবেছো কি কখনো ?
প্রতি আঁধার রাত্রি শেষে কেমনে ওঠে ফুটে
আলোক রেণুরা সব |
তোমাকে বলিনি অশান্ত সমুদ্রে ঝাপিয়ে
মুক্তাভরা ঝিনুক খুঁজে আনতে !
তোমাকে বলিনি প্রচণ্ড দাবানলে গিয়ে
এক বালতি জলে আগুন নেভাতে !
বলেনি তোমাকে
কৃষ্ণপক্ষে জ্যোছনা এনে দিতে !
বলেছি শুধু , পূর্ণিমার চাঁদকে
ঢেকেছে অমানিশার করাল যে গ্রাস ,
নীল আকাশের বুকে চলছে
কালো মেঘেদের যে উচ্ছাস ,
শুধু তাকে মুক্ত করতে
তোমাকে মানবতার মন্ত্রে দীক্ষিত হতে |
আজ অগ্রনি ভূমিকা না হয় তুমিই নাও
দেখবে কাল অভিশাপ সব হবে উধাও
রইবে না একা তুমি আর
তোমার পথই হবে পথ সবার |