তৃষাতুর পাখিটি 
চেয়েছিল শুধুই এক বিন্দু জল ।
ওর মুখের কাছে এগিয়ে দিলে তুমি
ওরই স্বজাতির রক্ত ভরা ভাঁড় !


পাখিটি উড়ে যেতে চাইলো বহুবার ,
আটকে দিলে তুমি তার সকল পথ !
জোর করে ডোবালে ওর ঠোঁট দু'খানি
শোণিত ভরা ভাঁড়ে !


আজকে সে , দানব রূপ ধরেই ঘোরে !


তারি বিষাক্ত থাবার নিষ্ঠুর আঘাতে
বসুন্ধরা কাঁপে !
তারি নিষ্পাপ সে ঠোঁট দু'খানি বেয়ে
শুধুই লহু ঝরে !


ও শোনেনাতো কোনো শান্তির ও বাণী 
বোঝেনা আজ সে সম্পর্কের মানে ।
ও শুধু বোঝে আরো কত লহু ঝরালে
মিটবে তাহার রক্ত হোলির স্বাদ !