আজি এ বসন্ত জাগ্রত দ্বারে
কে গো তুমি ? করিলে নিমন্ত্রন
গ্রীষ্মের প্রখরতারে !
ঝর ঝর পড়িছে ঝরে ,
মুৰ্ছা যায় কত আঙিনা জুড়ে ,
স্বপ্নের বাগিচায় লুণ্ঠিত আজি
তাজা তাজা প্রাণগুলি !
কিসের অভিলাসে ঢালিলে অনল আনি
ভরিলে রক্তকুসুমে নৈবেদ্যের ডালি !
বসালে দক্ষযঙ্গ
তীব্র তেজরশ্মির ভীষণ শাশানি !
শাখায় শাখায় নব পল্লব
ফোটে নাই আর !
শূন্য , শীর্ণ বৃন্তগুলি উঠিছে মর্মরি |
স্তব্ধ নিশিতে শুধু
জাগে ঐ নিশাচর শ্যেনদৃষ্টি ধারি |
উত্তাপে উবে যায় সব জলধারা ,
নীলিমায় সাজিছে রণতরি |
হুংকারে তব ওঠে কাপি
সুনসান গ্রাম-নগরী |
গাহিতে ভুলিল আজ বসন্তরানি |
রুদ্ধ কণ্ঠদ্বার ফেটে তার
পড়িলো ঝরি শেষ সুরাঞ্জলি |
নিঃশেষিত হইবে বুঝি
বিমর্ষ ধরণির সব রক্ত নালি !
হে অতিথি ,
করজোড়ে মিনতির মালা গাঁথি
নিবেদনী তব , টানো এবার ইতি |
যত চাও আমারে পোড়াও
শান্ত করো শুধু তব রুদ্রমূর্তি |
আনিওনা এখুনি প্রলয় ডাকি ,
আরো অনেক শতাব্দীর ভোর
ফুটিবার আছে বাকি |