মৃত্যু মিছিলে হেঁটে হেঁটে
শক্ত করে নিয়েছি হৃদয়টিকে ;
পাই না তাই আর আমি ভয় 
মৃত্যু রূপি দানোর ভয়টিকে ।


জানি মৃত্যুঞ্জয়ী আমি নই ;
নশ্বর দেহটিকে ত্যাজিতে হবেই
আজ বা কাল অথবা পরশু ,
তাই মুখ বুজে আর কেন রই
শেষবার চোখ বোজার আগেই
মুছে দেব ধরণীর সকল পাংশু ।


নিলাম শপথ তাই
মারবো অথবা মরবো ;
জীবনের বিনিময়ে হলেও
এ সমাজের সব জঞ্জাল 
সাফ আমি ঠিক করবো ।