মোর বিরহ হৃদয় , তার
জুটিল যাতনা , শত যাতনা !


ভাসায়ে মোরে স্বপন দেশে
কাড়িলে ও দাঁড়খানি শেষে 
ফিরি কেমনে মোর সে ঘর ;


আমি তো পথ চিনি না , ওগো চিনি না ।


এ কি ছলনা ? তব এ কি ছলনা ?


দূরেরও আকাশ পানে
খুঁজিয়া সার আপনারে !


কোথাও ঠাঁই নাহি পাই
শ্রাবণ মেঘে অশ্রু মেশাই
জুড়ায় যদি ব্যথা , বরিষণে ;


তপ্ত এ বালুকার চরে ,


আজি হতে শতবর্ষ পরে !


রহিব জাগিয়া ততদিন 
সঁপিয়া তোমাতে আপন হিয়া ।


ভুলে যাওয়া ও পথ বেয়ে
বাজিবে নুপুর যেদিন ও পায়ে ,
ফুরাবে মোর চেয়ে থাকা নিশিদিন ;


শেষ গোধূলির পরশ লভিয়া !


পড়ে না যেন অশ্রু সেদিন 
মোর সমাধি পরে ঝরিয়া ।