তুই আমার মস্ত আকাশ , আর আমি
তোর বুকে ঠাঁই পাওয়া ছোট্ট ছায়াপথ
তোরি সূর্য পাড়ায় ,
নিত্য অবগাহন তোর অফুরন্ত নীলিমায় |
তুই আমার ভোরের বেলার এক মুঠো মিঠে রোদ্দুর
সকাল বেলার স্নাত সিঁথির এক চিলতে সিঁদুর
আর আমি ,
তোর বাগিচায় ছুটে বেড়ানো রঙিন প্রজাপতি
তোর ঘুম ভাঙানো দুষ্টু পাখির ডাক
তোর হাজার স্বপ্নের ভিড়েও ঘুরি আমি ইতিউতি |
তুই আমার শরতের সকাল কাশের মায়ারথ
প্রাণ চঞ্চলা রঙিন মেঘ , মহামায়ার আবাহন
আর আমি , তোর শিউলি বিছানো পথ
ঘাষের শিরের শিশির কণা , তোর হাসির কারণ |
তুই আমার একলা জীবনের ঘুম ভাঙানো তারা
স্বপ্ন দেখানো পূর্ণিমার শোভন চাঁদ
আর আমি , তোর জীবনের প্রথম প্রেমের আবেশ ভরা
একখানি খোলা চিঠি , ছুয়েছে যে প্রথম তোর ছাঁদ |
তুই নিঝুম রাতের অশ্রু মোছা বালিশ আমারি ,
বুক ভরা বেদনার একমাত্র উপশম , শেষ আশ্রয়
আর আমি  
তোর সব কবিতা,গান,উপন্যাসের প্রথম শ্রোতা কাদম্বরী
যার সব অভিযোগ তোর পরশে এক নিমেশে নিভে যায়|
তুই আমার অহংকার ,  আমার সব অলঙ্কার
ভালো থাকার সব রসদ |
আর আমি তোর বিশ্বাস , বিষাক্ত বাতাসেও সবুজের আশ্বাস
ভরা গ্রীষ্মের জলগম্ভীর নিরদ্‌ , স্বস্তির স্বাদ |
তুই আমার নির্জন দুপুর , নৃত্যের তাল ভরা ঘুঙুর
ফাগুন মাখা নবীন সহচর |
আর আমি
তোর খেলার সাথী , দেবদাসের সেই পার্বতী
পরিণীতার ললিতা আমি
আমিই লাবন্য শেষের কবিতার !
আজ বাড়িয়েছি তোর দিকে হাত,আয় আমি আর তুই মিলে
পার হই সব বাধা ,সব প্রান্তর |