তোমরা দেখেছো কি কেউ ?
এক খানি লাশ পড়ে আছে
বাই-পাসের ধারে
জনবহুল চৌ-রাস্তার মোড়ে
ফুটপাথে !
আবর্জনা মাখা কম্বল চাপা
কেন্নোর মত দেহখানি গুটিসুটি মেরে
শুয়ে আছে চিরনিদ্রায়
সভ্যতার এক কোন ঘেষে | আর
এক দল বিষাক্ত কীট আসর জমিয়েছে
মহা ভোজের আনন্দে !
শুনেছো কি তোমরা কেউ ?
তার শিরায় শিরায় বয়ে চলা
ক্ষীণ রক্তের গর্জন আছে কি গেছে
কান পেতে !
শোনোনি বুঝি ?
আমিও শোনেনি !
কিন্তু কয়েকটা রাক্ষুসে কুকুর আর
এক দল ক্ষুধার্ত শিয়াল ঠিক শুনেছে |
আর শুনেছে নোংড়া ভর্তি ডাস্টবিনটি ;
জীর্ণ , শুকনো , কম্পিত হাত দুটি
স্পর্শ করবে না তাকে আর
কোনো দিন !!