সম্পর্ক যেথায় খোঁজে শুধুই শরীর
সেথা ভালোবাসা সদা বাসি ফুল সম
রাশি রাশি প্রতিশ্রুতি জেনো অর্থহীন
আবেগি হৃদয় সেথা শুধু ভোগ্যপন্য |
লালসার  বনে  মধু লোভী  মধুকর
শুষে নেয় শেষ বিন্দু শোষক দণ্ডেতে ,
পদতলে তৃণ দলে  মিশে  যায় স্বপ্ন
পূজার অঞ্জলি শেষে জোটে আস্তাকুড় !


বিশ্বাসের  নেই  মূল্য ছলনার  গল্পে
ক্ষুদ্র অজুহাতে নিভে যায় আশা দীপ
ফাগুন চোখেতে নামে শ্রাবণের ধারা !
মেঘলা মনের আকাশে জমা অভিমান
ভাঙিবেনা কেহ আসি , বনবাসী হৃদে
ক্ষতের স্তূপে দাঁড়িয়ে প্রেম ও উদ্বাস্তু !