ভেবে দেখ আকাশ !
দিলাম তোমায়
জোছনাহীন গ্রহণরত চাঁদের
তারাখসা পূর্ণিমার
একখানি বিবর্ণ রাত |
নিঃশেষিত , হাহাকার ধ্বনিত
একখানি নির্মম দুপুর | আর
রিক্ত বৃন্তের সুবাস |
দিলাম তোমায়
সাত সাগরার হৃত জলোচ্ছ্বাস
তেরোখানা নদীর ডুবন্ত ভবিষ্যত্
শিখর হিমাদ্রির নত শির
মৃতপ্রায় ঝরনার শেষ কলতান |
ভেবে দেখ আকাশ !
দিলাম তোমায়
মেঠো রাস্তার পোড়া মাটির গন্ধ
জনশূন্য গ্রাম ,
খেতভরা ফসলের মর্মর ধ্বনি
আর কোকিলের রক্ত কণ্ঠের গান |
দিলাম তোমায়
ক্ষুধার্ত শিশুর জীর্ণ শরীরের খোঁজ
বুকফাটা অপ্রত্যাশীত ক্রন্দন ,
ঝরে যাওয়ার অগ্রিম আভাস |
দিলাম তোমায়
কর্মহীন দিবস ,
মৃত্যুপুরীর লেলিহান শিখা ,
সুপ্ত আগ্নেয়গিরির অন্তঃসলিলে জাগ্রত
প্রলয় বার্তার পূর্বাভাস |
কি চাও তুমি ?
ধ্বংসযঙ্গ ? নাকি সৃষ্টিসুখের উল্লাস ?
ভেবে দেখ একটি বার তুমি
আকাশ !!