[এ হলো একটি তুমি]
তোমার বিরহ যে আমায়; কেবল ই পীড়া দেয়,
এ কথা সত্য নয়!
মিষ্টি ব্যাথা অনুভুত হয় বেলা সাঝে,
আকাশ খানি মেঘমুক্ত রোদে ঝিলিমিলি করে।


এ যে মমত্ব, নয় কোন  অশ্লীলতা,
এ হলো সত্যের বিজয় অন্ধকার ঘুচায় যা;

এ হলো একটা তুমি
সকল রহস্যে যা খুজি আমি!


এ হলো সেই মায়া
আবেগের উর্ধে যার বাস
এ হলো মিষ্টি বায়ের তৃপ্তি উচ্ছাস