[আত্ম কহন]
অবহেলা অনাদর পাচ্ছি যত
পুষে রাখছি ভিতরে দিচ্ছি না হতে মৃত
আঘাত হানবো যেদিন আছড়ে সব ফেলে
তোদের বন্ধু সুলভ তীক্ষ্ণ আচরণ রাখিস না যেন আড়াল করে...
শুনতে আমি  ভালোবাসি মুখে নয় ওতোটা
যত টা বলি ততটাও সব ই নিরেট সত্য  না


রেখে দিচ্ছি সকল স্মৃতি
কোমল হাতে মন্দিরে তে উঠে
পুজার প্রসাদ দেব মুঠি ভরে,
হাত পেতে নিতে লজ্জা করিস নে..
তোদের রুক্ষতায় শিখেছি আমি অসহায়ের ব্যথা
বিচক্ষণতার প্রথম ধাপে তোরাই যে হোতা


অনড় পৃথিবীর কঠিন বাস্তবতার অগ্রে
        হানিব আঘাত  নম্রতার জগৎশ্রেষ্ট বুলিতে


কাগজের ফানুসের মতো,ছিল তোমাদের স্বপ্ন
উড়ার আগেই হিমে ভিজে হয়েছে নষ্ট।


ছেড়ে দেই নিকো আমি ধরে রেখেছি হাল
পারে তে পৌছে তাকাবো পিছে
জানি সেদিন হবে না বেহাল