স্বাধিনতা তুমি,
কাজলী বর্ণের,ডাগর চোখের;
অপরূপা এক মায়াবতী!


তোমার উষ্ণ প্রয়াসে,
মায়ামুগ্ধ সিক্ত স্নেহে;
কতনা রক্তিম খেলা,
তুমি হে মায়াবী,তুমি ভালোবাসা!


তুমি এক কুয়াশা ভেজা গোলাপ;
তোমার সৌরভ পরশে যত বীরেদের হাক।
তুমি সত্যিই হে মায়াবিনী এক!


ঐ যে দেখো এক নারীমূর্তি,
সেদিনের ধর্ষিতা,
আজিকে এ সমাজে বীরাঙ্গনা।


আপন আলয় ছাড়া,
জীবনভর নিপীড়তে প্রতীক বেশে চুলে  দাড়িতে সাদা।
সেও তো শুনি,
ছিল নাকি এক দামি মুক্তিযোদ্ধা!


সেদিনের সজ্জিত শুভ্র মহা নায়ক যারা,
তাহাদের ক্যানভাসে আজ কেবল ই ফুটিছে হতাশা।


স্বাধিনতা তোমার যৌবন,
হারিয়ে ফেলেছো কি?
প্রেয়সী তুমি কেন দিচ্ছ,
এ মিছে প্রণয় ফাকি?