একদিন দেখি এক বৃদ্ধ লোক
আকাশ পানে তার উদাসী চোখ।
নিষ্পলক শুধুই তাকিয়ে আছে
বাসের ভীড়ে খোলা জানালার পাশে।
হয়তো কোনো অতীত স্মৃতি ভাবছে!
অথবা কল্পনায় কোনো ছবি আঁকছে!
সেখানেও হয়তো এখনও আকাশ নীল,
এখনও ডাকে কোনো বসন্ত কোকিল।
এখনও হয়তো একই সূর্য ওঠে,
সে আলোয় হয়তো এখনও ফুল ফোঁটে।
আবার এমনও মনে হলো তায়,
সে যেন নিতান্তই একাকী অসহায়!
যেন একেলাই পথচলে,
চলার পথে নিজে নিজে অনেক কথাই বলে।
কোথায় আজ তার পথের সাথী?
কোথায় তার সব অতিথি পাখি?
সময়ের স্রোত কোথায় নিয়ে যায়
সিমানার খোঁজে কোনো অন্তহীন অজানায়।
কল্পনার সীমা নেই,
নেই কোনো সময়ের পরিরেখা।
ভাবনা শুধু ছুঁয়েছে আকাশ
হয়নি জীবনের লেখা।
এমনও বাস্তব ক্ষণে,
আমারও প্রশ্ন জাগে এই মনে,
কে এই বৃদ্ধ লোক? যাকে নিয়ে ভেবে ভেবে সারাদিন!!..
নাকি এই জগৎ নিয়মের আমাদের‌ আগামী দিন!