সবুজ শ্যামল গাঁয়ে
শিশিরে সিক্ত ঘাসের উপর
হেঁটে চলেছি খালি পায়ে।
সোনালী সূর্য জাগা সকালের মৃদু বাতাসে
তোমার কথাটাই আজ শুধু মনে আসে।
মনে আসে তোমার সেই লাজুক মুখের ছবি
যার বর্ণনা দিতে গিয়ে আমি হয়ে যাই
মহাশিল্পী বা কবি!


যদিও আমি কোনো শিল্পী বা কবি নই
তবুও তোমার কথা ভেবে সারারাত
শিল্পী বা কবি হয়েই জেগে রই।
জেগে রই সারারাত তোমার কথা ভেবে,
তুমি এসে একদিন ভালোবাসার পরাগ ঢেলে দিবে।


ঢেলে দিবে তুমি ভালোবাসার পরাগ!
যার পরশে ভুলে যাবো
অন্তরের সব রাগ-বিরাগ!
হৃদয় জুড়ে কেবলই অনুরাগ!
আর অনুরাগের ছোঁয়া।