পাপ মোহ, পাপে রত এবং
পাপ মোচনে বেশী বেশী ইবাদত।
        -- পাপ পূণ্যের ভারসাম্যতা!
বরং পাপ ঘৃণা, পাপ বিরত,
পাপ বর্জনে বিবেক সংশোধিত।
       -- বাড়ায় মনের আলোক উজ্জ্বলতা!


পাপ অবিরত আর করিবে কত?
একটু ঈশ্বরে কর ভয়!
অমানুষ তুমি! তোমার এই পশু শক্তি
যেন চিরদিনের নয়।
ধরাকে সরা জ্ঞান করে দুর্বলে কর অত্যাচার!
কতদিন তব কতদিন?
একদিন মিলিবে তোমার সুবিচার!


পাপবোধ কর জাগ্রত, দেখিবে আহত হৃদয়
অসহায়ে কাঁদে কত সবিনয়ে বিনয়!


বিবেক সবারই এক, তারে ঢেকে রাখে শয়তানে
পার্থক্য শুধু পাপবোধ আর মনস্তাত্ত্বিক অনুধাবনে!


পাপের সাথে আপোষ কখনও যেন না হয়
পাপ ধংস, পাপ বিনষ্ট, পাপে কর ভয়!


প্রার্থনার আগে শুব্ধতার বানী
সঠিকভাবে মেনে চলাটাই আসল জ্ঞানী!


শুব্ধতার পরে যদি করো ইবাদত সামিল
পরিশুদ্ধতার কোথাও আর থাকিবেনা অমিল!


কর জাগ্রত তব মনের পাপবোধ
ইহাই আত্নতৃপ্তি ও জীবনের আসল মুল্যবোধ!