তোমার কল্পনা জট খায় মিছে মোহ মরিচিকায়!
আবার ছুটে যেতে চায় কোনো রহস্যময় অজানায়।
তুমি আজ কবি!
কত কবিতায় আঁকো তুমি কতজনের ছবি।
শুধু জানলে না তাকে,
যে তোমার ছায়ায় নিজেকে আঁকে।
বুঝলে না তাকে,
যে তোমার বুঝে নিজেকে অবুঝ করে রাখে।
সে ছিলো ভোরের আকাশে তোমার মিষ্টি সকাল
ছিলো তোমার রাত জাগা কবিতার ছন্দ চিরকাল।
সে আজও আছে...
তোমার একেবারেই কাছে,
তোমার কল্পনার আল্পনায়
উন্মনা কোনো বেখেয়ালিপনায়!
অথচ একদিন আল্পনা এঁকে তাকে এনেছিলে ঘরে
জীবনসঙ্গী করে, অনেক আবেগে..আদরে!
অনেক সোহাগ ভরে!
একটু ভাবো তারে...
কতটা অবহেলায় আজ এই সংসারে
নিরবে তার অবহেলিত সুখ!
কষ্ট ভরা শুধু অভিমানে বুক!
ডাকো তারে.... ভালোবাসার অভিসারে
আলো-আঁধারের খেলায় অনন্ত পারাপারে!
তোমার ভাবনার আকাশে
তারেও সাথে নিয়ে উড়াও রঙিন ঘুড়ি!
হৃদয় জুড়ে.. ভালোবাসার বৃক্ষলতায় যেন পুষ্পমঞ্জুরি।