সে কি রূপ! অপরূপ সুন্দরী! ফুল মঞ্জরী!
        কি সুগন্ধি ছড়ালে নিজেরে উজাড় করি ?
তোমার গন্ধ সুধায় মাতল ভোমর গুঞ্জন
        সারাদিন চলে তার নৃত্য মনোরঞ্জন।
মায়া টানে আসে মৌমাছি মৌ আহরণে
       তুমি তৃষ্ণার্ত ছিলে শুধু পরাগায়নে।
সুসজ্জিত আছো বেশ প্রকৃতির অঙ্গণে
         পাখিরাও মত্ত গানে এই বসন্ত গুঞ্জনে।


কিন্তু, কবিতার নেই খোঁজ! কবি কোন খানে?
         বসন্তের আদলে কি কবি ব্যস্ত অন্য গানে?
কবি কেন চিন্তিত.. নিরব প্রাণে?
         দুশ্চিন্তায় ঘাম তার ললাটে নামে!
তবে কি বসন্ত মাঝে কবি খোঁজে অন্য রূপ?
নাকি বাস্তবতার চাপে কবি প্রকৃতি বিমুখ?
কবি কি হারিয়েছে তার বাকস্বাধীনতা?
স্বাধীনচেতা মন নিয়ে কেন তবে খোঁজে স্বাধীনতা?
অন্য কোনো দিন কবি, অন্য কোনো খানে
         খুঁজে নিও কবি তোমার স্বাধীনতার মানে।
ফিরে এসো! ফিরে এসো কবি এই বসন্ত গানে
          দিতে হবে কবিতা পাঠকের প্রাণে।