বসন্তের ফুলে ফুলে ফুলসজ্জায় !
সাজে রমনী, সে কি! এ কি! লাজুক লজ্জায়!
ওগো মোর সহধর্মিণী! ওগো চির সঙ্গিনী!
ওগো মোর মনের বসন্ত আগমনী!
ওগো মনোহারিণী! মন কামিনী!
সাঁজোগো আজ বেশী বেশী করি
কামনার মোহে যেন লুটাইয়া পড়ি!
সারাটা রজনীতে আজ সবই যাবো ভুলি  
ঘন ঘন হৃদকম্পনে হব রসাতলি!
খোঁপার ফুল তোমার হারিয়ে যাবে
আপন গন্ধ নেশাতে মাতল করিবে।
আবেগী মন যেন গুঞ্জন অলি
আজি বসন্তের ফুল তুমি.. আমার কুহুক-কাকলি।
এই বসন্ত আবেগে!