আমি বিবেকহীন বেপরোয়া মিথ্যাচারী,
মিথ্যার গল্পে সাজ নিয়া সত্যের ভাব মারি।
আমি বরাবর স্বার্থপর,
নিজ স্বার্থে কাঁঠাল ভেঙে খাই পরের মাথার উপর।
আমি নিজ গুণ বিচারী,
নিজের গুণে এতই মুগ্ধ! হয়েছি অহংকারী।
আমি অল্প জ্ঞানে হয়েছি জ্ঞানপাপী,
নিজের পাপের মানদন্ডে অন্যের পাপ মাপি।
যা খুশি তা বলিলাম যাকে খুশি তাকে,
প্রতিবাদে কিছু বলার ক্ষমতা কেউ কি আর রাখে?


কভু যদি আসে প্রত্যুত্তর? দেখিবার সময় নাই
ভয়ে আবার কাপুরুষের মত পালিয়েও বেড়াই।
মনে শুধু ভয়! দেখা যদি হয়!
কথার হিসাব দিতে গেলে আবার কাঁপিবে হৃদয়।
আমি বেপরোয়া মিথ্যাচারী।