নদী যদি অনেক দুর্গম পথ অতিক্রম করে
এঁকেবেঁকে এসে সাগরে যায় মিশে।
ভ্রমর যদি উড়ে এসে সুন্দর ফুল দেখে
বসে সেথা মধু খেতে।
তবে আমি কেন পারিনি তোমায় কাছে পেতে?
আমি শুধু পেরেছি
বৃষ্টি ভেজা সে পথ এঁকে দিতে।
যে পথে হেঁটে হেঁটে,
বৃষ্টিতে ভিজে, তুমি কষ্ট মুছে নিতে।
আমি জানি, ভালোবাসার অভিমানি,
কষ্টমাখা সেই মুখখানি।
সময়ের স্রোতে শুধু হেরেই গেলাম,
সর্বশেষ ফিরে পেলাম,
কিছু ব্যর্থতার গ্লানি।