আশা নিয়ে নিরাশার বুকে‍, আমি পাগল চিত্ত সুখে
বিলের জলে নাও ভাসাই।
শাপলা আর পদ্ম ফুলে, নেশায় পাগল সব ভুলে
ঐ বিস্তর বিলে দিক হারাই।
স্রোতের সাথে তাল মিলিয়ে, ইচ্ছাটাকে বিলিয়ে দিয়ে
জলের সাথে শুধু বৈঠা খেলাই।
এ যেন এক জীবন খেলা, খেলার ছলে কাটছে বেলা
চেষ্টার কখন মিলবে ঠাঁই!
আমি বিলের জলে নাও ভাসাই।
আমি জীবন খেলায় গা ভাসাই।
বিলের জলে দেখি আকাশ...
আকাশ সে তো সীমাহীন...
আকাশ ছুঁতে পারেনি বিল...
তবুও আকাশের রঙে হয়েছে নীল।
ঐ জলের সাথে আমারও মিল, একেবারে সাবলীল।
প্রকৃতির মাঝে যেন সব বিলীন।