বিনয়ের (সুশীল) বিদায়!
যেন সবাইকে কাঁদায়!
       অন্যপাশে অবশিষ্ট কিছু অপরিচ্ছন্ন জঙ্গল
       অবশ্যম্ভাবী কিছু অমঙ্গল!
খানিকটা ভাবায়।
       কেমনে কাটাবো এই আঁধারের দিন?
       কেমনে মিলাবো সব অমিলের মিল?
কিন্তু সময়ের ব্যতিব্যস্ততায়
মিল-অমিল সব যেন সেই আঁধারেই হারিয়ে যায়।
ভাবনাগুলো তলিয়ে যায় হৃদয়ের কারারুদ্ধতায়।
       যেখানে মৃত প্রায়, সব আবেগ অনুভূতি!
       পরস্পরের ভালোবাসা আর সব সহানুভূতি!