জ্ঞানী যদি জ্ঞান বিস্তারে ভয় পায়,
জ্ঞান সেতো ধংসই হবে রুদ্ধ মরীচিকায়।
জ্ঞান হওয়া উচিত ত্যাগ তৃপ্ত নিঃস্বার্থ সম্প্রদান,
ভুলে সব বিনিময় ও প্রতিদান।


ওহে জ্ঞানী! খোলো তোমার জ্ঞান ভান্ডার খানি।
তাহা হতে দাও আমায় খানিকটা আনি।
আমি হতে চাই পদার্থবিদ,
সকল অপদার্থের ভাগ্যের পুরোহিত।
আমি হতে চাই সফল কবি-সাহিত্যিক,
থাকবে অগণিত
ভক্ত সমাদৃত।
আমি হতে চাই সফল ব্যবসায়ী,
যাহা দেখে হবে অনেকে উৎসাহী ।
আমি হতে চাই সফল রাজনীতিবিদ,
কাটিয়ে সকল আমলাতান্ত্রিক।


না। কিছুই চাই না।
নিরাশার হতাশা কাটিয়ে এত গুনধর হতে আমি চাই না।
হতে চাই শুধু বিপ্লবী আগুন।
অধিকার হতে বঞ্চিতদের অধিকার আদায়ে,
সোচ্চার হয়ে প্রতিবাদী ভাষা জানায়ে।
বিপ্লবী আগুন।