নানান রূপে হয়েছি আজ বহুরূপী!
আমি সময়ের বেশ ধরি,
যখন যা মনে করি।
কখনও হাত ধরি,
কখনও ভাব ধরি।
কখনও কথা আর গল্পে,
কখনও চুপচাপ বিকল্পে।
কখনও হারিয়ে হায়া লাজ
সমাজে দুর্বার দুর্নীতিবাজ!
কখনও দরদে উতলাইয়া অতি
জনদরদী মহারথী!
আমি ক্ষণেতে বন্ধু,
ক্ষণেতে বেইমান।
ক্ষণেতে দরবেশ,
ক্ষণেতে শয়তান।
নানান রূপে করি কারচুপি!
নিঃস্বার্থে নয় নিজস্বার্থে বহুরূপী।