স্নিগ্ধ সকাল আমি দেখেছি,
শিশিরে ভেজা ছিলো সবুজের ঘাস
ভ্রমরের গুঞ্জন শুনেছি,
বাতাসের গায়ে ছিলো শেফালি সুবাস।
ঝরা শেফালির মালা গেঁথেছি,
দুপুরের রোদে আবার শুকিয়েও গেছে।
কল্পনার রঙে মনে আল্পনা এঁকেছি,
কান্নার জলে বিলীনও হয়েছে।
বিকেলের শেষ আলোয় দেখেছি,
ঘরমুখো পথিকের ক্লান্তিক্ষণ।
তাই দেখে থেমে যায়নি, আমাদের এই কষ্টের জীবন।
চাঁদের আলোয় রাত দেখেছি,
জোনাকির আলোর সাথে হারিয়েছি মন।
শুধু মনের সাথে মন রাখতে পারিনি,
ও মনের ছিলো অনেক ওজন‌।


যখন একাকী সময় কাটে না,
যখন কেউ কথা রাখে না,
তখন নিরবে নিভৃত মন..
আপন স্মৃতিঘরে কিছুক্ষণ।