কে বলে ? আমি উড়তে পারি না,
ঐ দেখো, আমিও তো উড়ি!
নাটাই ও সুতার সাথে
উড্ডীয়মান ঘুড়ি।
উড়ছে মন মুক্ত আকাশে,
ডানা মেলে যেন,
উল্লাসে হেন,
বাঁধাহীন বাতাসে।
চাইলে তুমিও আসতে পারো,
মন নিয়ে ভাসতে পারো,
আমার স্বপ্ন আকাশ জুড়ি,
আমার মতো কোনো
উড্ডীয়মান ঘুড়ি।
এসো সবাই উড়ি!
ক্লান্তিহীন, চিন্তাহীন, দ্বিধাহীন
মন নিয়ে সারাদিন,
ইচ্ছে মতো উড়ি!
উড্ডীয়মান ঘুড়ি।