"ভ্রমর বসে ফুলে"
জানিনা কোন মনের ভুলে,
আমার মনে গুনগুনে,
শিহরণ তুলে ব্যথার হুলে।
এই ব্যথার হুল আমি চাইনা
মধু নিঃসরণে যারে চাই, তারে তো কাছে পাইনা।
আলো-অন্ধকারে, মনের অন্তরালে,
কেন যায় না তারে দেখা?
আজ অন্ধকারে আমি একা।
কেবলই একা।
অন্ধকারে কে আসে যায়,
আছে কি তারে বুঝার উপায়।
কি? প্রশ্ন জাগে, "তুমি কে?"
আমি সেই, যার নিজের বলে কিছু নেই।
কামুকেরা খোঁজে যাকে মনের আবেগে,
ক্ষণিকের ভালোলাগার যৌবনা সাজে।
যেখানে ইচ্ছায় নয়, আসে মনের ভুলে,
নির্লজ্জের মত হুল তুলে।
চোখের ধাঁধায় হারিয়ে কূল
খোঁজ মিলে যার, জলে ভাসা পদ্মফুল।