কবিতার চেয়ে যদি.. কবির ভাব বেশী হয়
লেখা আর হবে না । কারণ: সেখানে অভাব সমন্বয়।
গাঁজা খেয়ে যদি কবি, কবিতা লেখে আকাশে
লেখা যাবে ভেসে তার দখিনা বাতাসে।


আমি লেখার চেষ্টা করি.. আমার মনের ভাব প্রকাশে,
আবেগের সাথে, আপন ছন্দ তালে,
নিরবে নিভৃতে, আপন চিত্তে, একাকীত্বে।


আমার যেন হয়েছে কি?
মনে হয়, মনের সাথে মস্তিষ্কের বিচ্যুতি।
উভয়ের মাঝে যেন শুধুই বিবাদ চলে
দিনে ও রাতে,  ক্ষণে ক্ষণে, যখনে তখনে।
চেষ্টা করছি ধরিবারে তারে হাতের লেখাতে।
এবার তুমি যা খুশী বল আর কমেন্ট কর।
কবি হওয়াটা আমার স্বপ্ন নয়।
জীবনের এত সময় পরে এসে এখন?
এ কিছু নয়। এ শুধু আমার মন ও মস্তিষ্কের কথোপকথন।