সম্মুখ আসো, আরও সম্মুখ
কিছুটা আলোর সম্মুখ
যতটা আলোর সম্মুখ এলে দেখিবে আমার মুখ!
চারিদিকে শুধু আঁধার আর আঁধার
কেমনে খারাপ বলিবো তারে! সেও তো সৃষ্টি বিধাতার।
আঁধার সে হোক না যতই কালো
আঁধার আছে বলেই তো নাম পেয়েছে ঐ আলো!
আলোর পেছনে সবাই শুধু ছুটে
তাই বলে কি সবার ভাগ্যে আলোক কিরণ জোটে?
সম্মুখ আসো, আরও সম্মুখ
একটু চেরাগের আলোয় দেখি গো তোমার মুখ!