আমারও তো আছে শেষ,
যেমন দিনের শেষ রাত্রিতে।
চলে যাব।
না ফেরার দেশে,
জীবনের শেষ ক্লান্তিতে।
কোন একদিন...
বন্ধ হবে সব শব্দ কোলাহল‌,
বন্ধ হবে প্রাণস্পন্দন।


সৎকারে বিদায় ক্ষণ, তোমার ব্যথিত মন।
তুমি ক্রন্দনরত, আমি বিদায়ী আত্মায়।
ভালোবাসা ও দোয়া থাকিবে সর্বক্ষণ
থাকিবো না কারও অপেক্ষায়।
আত্মা থাকিবে বিধাতার তরে কেবলই আপন সত্তায়।


দূর করে দিবে সবে, পচেঁ গন্ধ হবে বলে।
আমার যে আমি নেই, শুধু দেহটাই থাকবে পড়ে।
অন্ধকার ঘরে, মাটির ঘরে, কেবলই অন্ধকারে।


ধীরে ধীরে মাটির ঘরে শুধুই হইবে মাটি, রইবে মাটি।
মাটির ঘরে মাটি।