প্রতিদিন কত কথা বলে লোকে
এটা, সেটা, ওটা, নানান প্রেক্ষাপটে
সত্যকে বলে মিথ্যা, মিথ্যাকে বলে সত্যি
সত্যি কথা বলতে সব কথার কটূক্তি।
সত্যকে আড়াল করতে নানান রকম ফন্দি!
চলে মিথ্যার সাথে সন্ধি!
কত কথা বলে সবে! কত আবেগে!
কত শব্দ, বাক্য ও ভাষা অনুরাগে।
দেখে দেখে আমারও বলার ইচ্ছে জাগে।
ইচ্ছে জাগে এই মিথ্যার প্রতিবাদে।
ইচ্ছে জাগে ..
কারণ তখন নিজেকে বড় বেহায়া নির্লজ্জ লাগে।
বাকহীন কষ্ট নিয়ে সারাদিন,
দেখি তোমাদের সাজানো মিথ্যা প্রতিদিন।
চলে সারাদিন, সংকোচ হীন
তোমাদের মিথ্যার সাথে সন্ধি!
ভালোই হয়েছে, বিধাতা করেছে
আমায় বাকপ্রতিবন্ধী।