কি বলি? অমন বিড়বিড় করে?
বলা যায় না, বলতে হয় আনমনে।
আবার, আমার মনেরও আছে আদবের ঘাটতি।
বুঝে না কখনও দিন না রাত্রি!
কথা বলে এমন সব!
আমার বিরুদ্ধেই তার যত অভিযোগ।
এইতো! ঘুমাতে দেয়নি কাল রাতে
ঘুম ভেঙ্গে গেছে তার প্রশ্নের অত্যাচারে!
এটা কেন হলো? ওটা কেন হলো?
আরে! এতো কেন এর উত্তর আমি কেন দিবো?
দোষী দোষ করে খালাস পায়, নির্দোষ কেন সাজা পায়?
গরীবের ত্রান কেন নেতারা খায়?
বিনা চিকিৎসায় কেন রোগী মারা যায়?
কোটা প্রথা কেন মেধাবীদের ঠকায়?
একরাতে তেলের দাম কেন দ্বিগুন হয়ে যায়?
নিত্যদিনের খরচ কেন আকাশ ছোঁয়ায়?
ভোটার কেন বঞ্চিত তার ভোটাধিকার?
অসহায় নাগরিক কেন গুম হয়? খুন হয়?
সদুত্তর না মিলায়, চিৎকারে কয়
"কোথা তোর বিবেক?"
ইস্! আমি যেন রাষ্ট্রনায়েক!!
প্রশ্নের যে ধার আর রেশ!
পূর্ব জনমে ছিলো যেন, কোন রাষ্ট্র প্রধানের পি.এস.।
চুপ! একদম চুপকরো!
অসহায়ে এসেছো, ঘুমিয়ে পড়ো।