তুমি যাকে দেখো ফুটপাতে গরিব, অসহায়!
আমি দেখি তার ক্লান্ত দুচোখ মাদকের নেশায়।
নেশাগ্রস্ত বসে ফুটপাতে বা রাস্তার পাশে
ভিক্ষাবৃত্তি তার স্বভাবতঃ অভ্যাসে।
হাত পাতে পথিকের তরে
মাদকের যোগান না পাইলে পরে
চুরি কিংবা ছিনতাই করে।
ওরা বাস্তুহারা, ঠিকানা বিহীন ছন্নছাড়া!
রাত্রি গভীরে দেখা মেলে ওদের আসল চেহারা!
ওরা মাতাল, বর্বর, নেশাখোর
নেশার রাজ্যে ওরা রুক্ষ সুক্ষ বিস্তৃত শিকড়!