আরে! কাঁদে কে? কে কাঁদে অমন বুক ফাটা আর্তনায়।


ঐ যে , ঐ ছোট্ট শিশুটি দাঁড়িয়ে রাস্তায়।


আহা! কি হয়েছে ওর?


জানতে পারিনি, ও যে কান্নায় বিভোর।


যাও। গিয়ে খোঁজ নাও।
ওর ক্ষুধা পেলে কিছু খেতে দাও।
জিজ্ঞেস কর..ওর মা কোথায়? বাবা কোথায়? বাড়ি কোথায়? আসছে কোথায়? এবং যাবে কোথায়?


ভাই, কিছুই তো জানে না সে।


আহা! এখন কে দাঁড়াবে তার পাশে?
দিয়ে আসো কোন অনাথ শিশু আশ্রমে।
যাতে পরিবার তারে খুঁজে পেতে পারে।
কে জানে?.. কার সন্তান?...
খুঁজে খুঁজে কার কলিজায় লাগিছে টান?