স্রোতের টানে যাই ভেসে যাই,
তার প্রেম জোয়ারে কূল হারাই।
কোথাও আমার নেই কোনো ঠাঁই,
জীবন খেলায় সব হারাই।
আবার, দীপ্ত বাসনায় মনও রাঙাই,
আধাঁরে শুধু প্রদীপ জ্বালাই।
এই আলোয় সে দেয়না ধরা,
তার আকাশ তো তারায় ভরা।
প্রদীপ আলো কতটুকুইবা হয়!
পারে কি তার আকাশ ছোঁয়?
তবুও এই মন তার প্রেম আসক্তিতে,
ভালোবাসি ভালোবাসার পুনরাবৃত্তিতে।