ভালোবাসায় থাকতে চাই,  
ভালোবাসার গান গাই
মাঝে মাঝে লাইন হারাই,
দেশাত্মবোধকে চলে যাই।
মনের যে কত ভীমরতি,
ঠিক থাকে না মতিগতি!
তাহা দেখে এক দেশপ্রেমিক মহারথী
যিনি শাশ্বত প্রেমের বিস্মৃতি!
জিজ্ঞেস করলো আমায়,
"কতটা কালে হয় মহাকাল?
কতটা আধাঁর কাটলে মনের, তারে বলিবে সকাল?"


আমি প্রতিটি ক্রিয়ার কালে,
প্রতিদিনের সকালে,
অনেক কাল গুনেছি আমি
একই মহাকালে।
পাইনিকো কোন মানে
এই বিশাল সংবিধানে।
মনের আধাঁর, গোলক ধাঁধার! অমনি কাটিবে কে্ন?
উদ্যমতায় না জাগে যদি এই হৃদয়ে সূর্যসেন!



বিঃদ্রঃ
মানে হলো, "তুমি বিপ্লবী দেশপ্রেমিক হয়ে উঠো!
দেখবে, মনের আঁধার কাটায়ে আসবে সকাল।
হৃদয় আলোকিত থাকবে অনন্তকাল,
মানব মনে চিরজীবী কাল হতে মহাকাল।"