ধর্মের ভাব ধরে ধোঁকা দেয় মানুষে
অন্তরে শয়তান, ভরা লোভ-লালসে।
আস্তে আস্তে বলে কথা, অস্পষ্ট ভাষাতে,
ধীরগতির চলাফেরা, সাহায্যের আশাতে।
মানুষে জ্বালায় সে অযথা নালিশে,
গম্ভীর বসে থাকেন বিচার কিংবা সালিশে।
ঝোপ বুঝে কোপ মারে, অসহায়ে বলিদান
সাধারণ নয় সে, সূক্ষ্ম সে শয়তান।