ভালো লাগেনা এই ব্যস্ত জীবন কিছুতে আর,
ব্যস্ত সবাই কেবল জীবন পরিবর্তনের সচ্ছলতার।
বিসর্জনে সব আবেগ, অনুভূতি, মায়া, মমতা, ভালোবাসা, আনন্দ আর জীবনের সব উৎফুল্লতা।
সবাই ব্যস্ত বাড়াতে শুধু অর্থ ও আর্থিক দাম্ভিকতা।
সে সাথে সার্বক্ষণিক মোবাইল বিড়ম্বনা।


ইচ্ছে করে এই জীবন ধিক্কার দিয়ে,
দূরে কোথাও কোন সবুজের মাঝে যাই হারিয়ে।
অভিশপ্ত মোবাইল দুমরে, মুচড়ে, আছাড়ে করি চুরমার।
শান্তি মিলে, যেন শান্তি এই মানুসিকতার।


সবুজ শান্তির মাঝে অনন্ত সুখ আছে
পাখিদের বসে সেথা মিলন মেলা।
শিশির ও রোদ্দুরের চলে লুকোচুরি খেলা।
মৎস চাষ ও ফসল ফলাইয়া
কৃষকের সাথে কাটাবো বেলা।
সুখ, কি যে সুখ হয়, শুধু মানুষে মানুষে নয়
প্রকৃতির সাথেও হয় মানুষের দুঃখ ও সুখ বিনিময়।
সবুজের সুখ। জীবনের সুখ।
বেঁচে থাকার সুখ। অসুখের সুখ।