গতকাল যারা ছিল আপন,
আজ তারা পর
কে জানে? কোন স্বার্থে?
সবাই হয়ে ওঠে সময়ের স্বার্থপর।
কালের বিবর্তনে পাষাণ সময়,
বিবর্ণ করে
জীবনে হয়ে থাকে অসময়।
মাঝে মাঝে খুব মন খারাপ হয়
স্বার্থের কারণে আপনজন
যখন আঘাত দিয়ে কথা কয়।
দূরে সরে যেতে যেতে আরও
কত দূরে যাবো আমি।
দুনিয়ার সব মায়া ছেড়ে গেলেই তবে
শান্তি তোমাদের অন্তর খানি?
মিছে শুধুই ভাবি, কে আপন? কে পর?
বাস্তব সত্য যেন সময়ের স্বার্থপর।


থাক! সবকিছু থেকে দূরে থাকি
দূরে অন্যকোথাও
অচেনার সাথে করি বন্ধুত্ব!
বেঁচে থাকার ভরষায়:
যদি ফিরে পাই, ফের কোনো অস্তিত্ব!