কত সকাল.., একসাথে পার্কে,
কত হাসি-ঠাট্টা,
আবার কত কথা আর তর্কে।
খালি পাঁয়ে শিশির ভেজা তুলতুলে ঘাসে,
মন ভিজিয়েছি কত,
সেই ছোঁয়ায় মুছেছি অন্তরের ক্ষত।
ভালোবাসার আলিঙ্গনে,
মনে মনে দোল খেয়েছি দু'জনে
কত শতবার, সবুজের কূজনে।
দোল খেতে খেতে তোমার আচঁলের গন্ধ শুঁকেছি যত,
সে গন্ধ মস্তিস্ক হয়ে হৃদয় ছুঁয়েছে তত।
চোখবুঁজে আজও সেই আঁচলের গন্ধ অনুভব করি
যেন মন কামিনীর নেশায় মাতানো হৃদয়ের শর্বরী।
যে আঁচলের মৃদু মৌনতার ঘ্রানে,
স্বপ্ন জেগেছিলো এই সুবাসিত প্রাণে‌।
সে আঁচল আজ আমায় ছেড়ে হায়,
দোল খায়.., অন্য কাহারও আঙিনায়।