এ অন্তর মরু প্রান্তর,
শুধু বালি আর পাথর।
দাবদাহে তৃষ্ণার্ত হৃদয়,
তুমি হীনে বড়ই কাতর।
বলেছিলাম সেই সাজঁবেলায়,
এক অবেলার চিঠি হাতে দিয়ে
ভালবেসে সব হারাতেও রাজি
তোমায় সাথে নিয়ে।
চলো, দূরে কোথাও এই লোকালয় থেকে দূরে
বাধঁবো সুখের ঘর।
বিশ্বাস করোনি একবিন্দুও
বরং আমায় করেছো পর।
আজ সত্যিই আমি..
তোমাদের লোকালয় থেকে দূরে,
ভালোই আছি সবুজের মাঝে
বিহঙ্গের মত ঘুরে ঘুরে।
শুধু তুমি নেই বলে
আজও কাটেনি আঁধারের বলয়।
তুমি সাথে নেই বলে মরুতেই আছে পড়ে
আমার এই তৃষ্ণার্ত হৃদয়।