ভোরের কুয়াশা এখনও কাটেনি..
সূর্যের বিচ্ছুরিত আলো জানালার পাশে এসে পড়েনি।
চারপাশ পরিপাটি ট্রেনের বগিখানি।
আমি একাকী,
আর আমার সময়ের ঘড়িখানি!
শুধুই অপেক্ষায়, কখন ছেড়ে যাবে ?
সময় বয়ে যায় ..
এবং একটি পর্যায়!
সূর্যের আলো এসে পড়ে জানালার পাশে,
ইঞ্জিনও চালু হয় কিছুটা কাঁপুনির সাথে।
এমনি সময় কে যেন ডাকছে আমাকে !
ঘুরে তাকাতেই ঘুম ভেঙ্গে যায়।
এ আমি কোথায়?
হাসপাতালের আইসিইউ বিছানায়!
টর্চ লাইট হাতে ডাক্তার বললেন, ভয় নেই।
কোথায় গিয়েছিলাম ? কোন স্টেশন ?
আজও আমার জানা নেই।