কি ভাবিস অমন করে?
ভাবনা কি রে?
ভাবনা যে তোর আঁখির নীড়ে!
মনটা কি তোর খেলার মাঠে?
গোল্লাছুটের ঘূর্ণিপাকে?
নাকি কি কোনো খেয়া ঘাটে?
খেলনা ভরা মেলার হাটে?
কি ভাবিস অমন করে?
ভাবনা যে তোর আঁখির নীড়ে!
আয় ছুটে আয় শ্যামল ছাঁয়..
দেখবি সেথায় ...
মাধবীলতায়, ...
আর কুন্জবনের লতায় লতায় ...
পুস্পরাগের মিষ্টি শোভায়!
নদীর বাঁকে!
পাখির ঝাঁকে!
দৃষ্টি নন্দন মাছরাঙাতে!
আয় ছুটে আয় তোর শ্যামল গাঁয়ে
শিশির জড়ায়ে..
কোমল পায়ে !
হাঁটবি স্বাধীন সবুজ ঘাসে,
ঝড়া শিউলির আঙিনাতে!
দেখবি সেথায় ডালিম গাছে..  
টিয়া এসে দুষ্টু নাচে,
লালটো ঠোঁটে মিষ্টি হাসে!
জগড়াটে সব শালিক পাশে!
তোকে সবাই... অনেক ভালোবাসে।