কিছু একাকীত্ব
বুনো শুয়োরের মতো বেপরোয়া
দরজা জানালা হীন ঘরের মত নিষ্প্রাণ;
মৃতপ্রায় ভাষায় লেখা বই এর মত নিঃসঙ্গ
গবেষণা ছাড়া কেউ যেন আর ছোঁয় না।
ব্যস্ততা কাটতে,
সে ফিরে আসে প্যারাডক্সের মত
প্রিয় জনের ভিড়েও সব শূন্য মনে হয়;
কাকে ভেঙে চূড়ে বলি সব;
ব্রহ্মাণ্ড খুঁজেও এমন মানুষ পাওয়া যায় না!  
কিছু একাকীত্ব
বুনো শুয়োরের মতো বেপরোয়া
দরজা জানালা হীন ঘরের মত নিষ্প্রাণ!