ঘাসের শীর্ষে যখন সন্ধ্যা হেলে পরে
গা বেয়ে হৃদপিণ্ডে পৌঁছে জল
কাশবনের মত দোল দেয় সমুদ্র
ধুলো গুলো যেনো আকাশের ছল
শব্দ বুনব; ছন্দ গুনব
এক একটা বৃষ্টির ফোটা হবে মাইন
হেটে যাবে তুমি
পদতলে বিস্ফোরিত হবে কষ্ট,
কারাগার সম কাঁচ ভরে যাবে চাঁদোয়া দানায়
নায়াগ্রার শেষ পতনের যে শ্রাবণ
তার কাছে ধার নেবো রামধনু
মাখবো আকাশের কোনায়
পদ্ম পুকুরে ডুব দেবে মহাবিশ্ব
আজ ভিজতে পারো যত্ত খুশি
লিখেছি মেঘের ডানায়।।