রৌদ্রগন্ধা ঘুমের ভেতর
একটা দূর্বা ঘাসের শিশির যেনো
অপটু উষ্ণতায় ছুঁয়ে দেয়
আলতো করে তাঁর কানের ডগা,
হঠাৎ চোখ মেলে পাঁপড়ির মত
যেনো রক্তে ছুটেছে পোলেন
উবে যায় রাজ্যের সব
জেগে থাকে কেবল; দুই জোড়া ঠোঁট।