সত্য লুকায়ে যোগী-
তুমি করো আজ যুদ্ধ বন্ধু, অহংকারের লাগি।
তোমার বাসনা, কামনা তীর্থ, উচ্চাসনে রয়,
যুদ্ধ করতো আপনার তরে, মানবের তরে নয়।
গোলা বারুদের যুদ্ধ নয়তো, মনের তীর্থ স্থানে,
যুদ্ধ করো হে, রক্ত মাংসে মানুষ হবার পনে।


কত জাতি গেলো, ধর্মে, বর্ণে, কতনা রক্তধারা,
বীর নামে তুমি ইতিহাস হলে, শিশুরা পিতৃহারা।
গড়নে গঠনে ভুল নাই, তুমি মানুষের মত রূপ-
আধারে তোমার আলো নাই শুধু পোড়ামানুষের ধূপ।
তোমার আদেশে পুড়ল নগর, লোকালয় হল ছাই,
শুণ্য তোমার ফসল বন্ধু, প্রাপ্তিতে কিছু নাই।
আদর্শ আর সত্য প্রচারে, মানুষে যে হাতিয়ার;
তার অভিশাপ বড় সকরুণ, বিষম তাহার ভার।
জাতিতে জাতিতে বিভক্ত হই, অস্ত্র প্রদর্শনে,
পাশবিক আজ মানবিকতা, মনের বিবর্তনে।