আমার কবিতারা ছন্দ খুঁজে বেড়ায়;
তবু, দীর্ঘ রাতের অসীম শূন্যতায়-
এক ফালি চাঁদকে ধরতে গিয়ে রোজ,
কৃষ্ণপক্ষের দালাল হয়ে ফিরে আসে।
ময়ূরাক্ষীর ঝলসে যাওয়া তটভূমি,
হিমুদের অপেক্ষায়; জোসনা ভরা রাতে -
করুন বেহালার সুর হয়ে বাজে।
প্রতীক্ষিত কবিতার প্রসব বেদনায় ;
রবি ঠাকুর, তার শূন্যতরি নিয়ে আসে -
মহাকালের অব্যয় জোসনা ভরা রাতে।
নীল শাড়ি আর টিপ পরা নায়িকারা,
রুপাদের শূন্য বারান্দায় এসে দাঁড়ায় -
অলিক কল্পনার শুভ্রতা মাখা রাতে।
প্রথম প্রেমের বিরহ যাতনা ভুলে,
বিদ্রোহী কবি লিখে প্রেমের কবিতা;
অভিশাপ ছুড়ে দেয় খোলা জানালায়,
তবু, গুবাক তরুরা, তারে দেয় সায়।
এই মায়াবী কুটিল জোসনা রাতে,
মস্তিষ্কের জাইরাস ফুল হয়ে ফোটে -
যাপিতের দুঃখনাশী স্বর্গ বাগানে।
প্রতীক্ষার এই রাত মিশে যায় তবু,
অপ্সরার শানিত চোখের নেশায়;
প্রভুর প্রেমে, ধ্যানে বসা ফকিরের -
এক তালে গেয়ে যাওয়া, হেয়ালীর গানে!
মহিবুল্লাহ সৌরভ